আসুন একসাথে হাসি ফোটাই:
যাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাকাত দরিদ্রদের হক। যাকাত অনাদায়ে কুরআন কঠিন শাস্তির কথা ঘোষণা করেছে। স্থায়ীভাবে দারিদ্র্য দূরীকরণ যাকাতের মূল লক্ষ্য। সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখে যাকাত। প্রতিষ্ঠাকাল থেকেই আস-সুন্নাহ ফাউন্ডেশন যাকাতের মাধ্যমে দেশের দারিদ্র্য দূরীকরণে অবদান রেখে চলেছে। সমাজ পরিবর্তনে শরিক হতে আপনার যাকাতের একটি অংশ আস-সুন্নাহ ফাউন্ডেশন যাকাত তহবিলে প্রদান করতে পারেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সারা দেশে মানবিক ও টেকসই সহায়তা সরবরাহ করে আসছি।
যাকাত প্রদানে যে খাতগুলোকে আমরা গুরুত্ব দিই:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাসিক অনুদান তহবিলে নিয়মিত দান করার মাধ্যমে আপনি ফাউন্ডেশনের সকল কল্যাণমুখী কাজের অংশদার হতে পারেন। কারণ এই তহবিল থেকে—
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত আত্মোন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক একটি প্রতিষ্ঠান।
ইতোমধ্যে কম্পিউটার প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, জুতা তৈরির প্রশিক্ষণ, শেফ প্রশিক্ষণ, রড বাইন্ডিং, প্লাম্বিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছি। বর্তমানে আমরা অস্থায়ীভাবে শেড ভাড়া নিয়ে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে প্রায় ২৫০০ জনকে প্রশিক্ষণ প্রদান করেছি, যাদের অনেকে চাকরি এবং উদ্যোক্তা হিসেবে সাফল্যের সাথে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, আলহামদুলিল্লাহ। এই অভূতপূর্ব সাফল্যের ফলে আরও বড় পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বছরে ১ লক্ষ প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা আমাদের প্রদান লক্ষ্য। এই যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রমের জন্য একটি স্থায়ী ও বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এই লক্ষ্যে আফতাবনগরের অদূরে, আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য জমি ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখানে প্রতি বছরে ৩০ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিতে পারব। যাতে দেশে ও দেশের বাইরে এই দক্ষ জনগোষ্ঠী দেশের সুনামের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারে এবং নিজের ও নিজ পরিবারে আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারে।
এই লক্ষ্য অর্জনে আমাদের প্রয়োজন ২০০ কাঠা অর্থাৎ ১ লক্ষ ৪৪ হাজার বর্গফুট জমি। যার প্রতি বর্গফুটের মূল্য প্রায় ১৫০০ টাকা, প্রতি কাঠার মূল্য প্রায় ১০ লক্ষ ৮০ হাজার টাকা হিসেবে পুরো জমির মুল্য প্রায় ২১ কোটি ৬০ লক্ষ টাকা।
সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা সে খাতেই ব্যয় করে থাকে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আর সাধারণ তহবিলের অর্থ ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যানমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং আস-সুন্নাহ’র দীনি শিক্ষা, মানব সেবা ও দাওয়াহমূলক যাবতীয় উদ্যোগ পরিচালনায়ও এই খাতের অর্থ ব্যয় করা হয়।
সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।